বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ
ডেসিমেল সংখ্যার যোগ (Decimal Addtion):
১। ডেসিমেল সংখ্যায় একাধিক অংকের যোগফল ভিত্তি ১০ এর সমান বা তার বেশি হলে যোগফল থেকে ভিত্তি ১০ বিয়োগ করতে হবে (এক্ষেত্রে যোগফল যতক্ষণ না ১০ এর কম হবে ততক্ষণ বিয়োগ করতে হবে)।
২। যতবার বিয়োগ করা হবে ক্যারি হবে তত।
উদাহরনঃ (989)10 এবং (579)10 সংখ্যা দুটির যোগ।
অক্টাল সংখ্যার যোগ (Ocatl Addtion):
১। অক্টাল সংখ্যায় একাধিক অংকের যোগফল ভিত্তি ৮ এর সমান বা তার বেশি হলে যোগফল থেকে ভিত্তি ৮ বিয়োগ করতে হবে (এক্ষেত্রে যোগফল যতক্ষণ না ৮এর কম হবে ততক্ষণ বিয়োগ করতে হবে)।
২। যতবার বিয়োগ করা হবে ক্যারি হবে তত।
উদাহরনঃ (5647)8 এবং (7261)8 সংখ্যা দুটির যোগ।
হেক্সাডেসিমেল সংখ্যার যোগ (Hexa Addtion):
১। হেক্সাডেসিমেল সংখ্যায় একাধিক অংকের যোগফল ভিত্তি ১৬ এর সমান বা তার বেশি হলে যোগফল থেকে ভিত্তি ১৬ বিয়োগ করতে হবে (এক্ষেত্রে যোগফল যতক্ষণ না ১৬ এর কম হবে ততক্ষণ বিয়োগ করতে হবে)।
২। যতবার বিয়োগ করা হবে ক্যারি হবে তত।
উদাহরনঃ (BFC3)16 এবং (AB8D)16 সংখ্যা দুটির যোগ।
বাইনারি সংখ্যার যোগ (Binary Addtion):
১। বাইনারি সংখ্যায় একাধিক অংকের যোগফল ভিত্তি ২ এর সমান বা তার বেশি হলে যোগফল থেকে ভিত্তি ২ বিয়োগ করতে হবে (এক্ষেত্রে যোগফল যতক্ষণ না ২ এর কম হবে ততক্ষণ বিয়োগ করতে হবে)।
২। যতবার বিয়োগ করা হবে ক্যারি হবে তত।
উদাহরনঃ (1110)2 এবং (1111)2 সংখ্যা দুটির যোগ।
নোটঃ
১। ভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যার মধ্যে যোগ করার জন্য সংখ্যাগুলোকে একই পদ্ধতিতে রূপান্তর করে তারপর যোগ করতে হবে।
২। যদি কোন নির্দিস্ট সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলে, তাহলে সংখ্যাগুলোকে ঐ নির্দিস্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তারপর যোগ করতে হবে।
৩। যদি যোগফল কোন নির্দিস্ট সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে যেকোন সংখ্যা পদ্ধতিতে যোগ করে যোগফল উল্লিখিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলেই হবে।
৪। কোন একটি সংখ্যার পরের সংখ্যা বলতে বুঝায় ঐ সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির সাথে ১ যোগ।
- (5B.3D)16 এবং (74.05)8 সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ কর।
- (11001.011)2 এবং (1101.01)2 সংখ্যা দুটির যোগফল অক্টালে প্রকাশ কর।
- (52B.5D)16 এবং (70.25)8 সংখ্যা দুটি বাইনারিতে যোগ কর।
বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ
বাইনারি সংখ্যার বিয়োগ (Binary Subtraction):
১। বাইনারি সংখ্যার ক্ষেত্রে যদি বিয়োজন বিয়োজ্য অপেক্ষা ছোট হয় তাহলে বিয়োজন এঁর সাথে যথাক্রমে ২ ভিত্তি যোগ করতে হবে।
২। পরের ধাপে বিয়োজ্যের সাথে ক্যারি ১ যোগ করতে হবে।
ডেসিমেল সংখ্যার বিয়োগ (Decimal Subtraction):
১। ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে যদি বিয়োজন বিয়োজ্য অপেক্ষা ছোট হয় তাহলে বিয়োজন এঁর সাথে যথাক্রমে ১০ ভিত্তি যোগ করতে হবে।
২। পরের ধাপে বিয়োজ্যের সাথে ক্যারি ১ যোগ করতে হবে।
অক্টাল সংখ্যার বিয়োগ (Octal Subtraction):
১। অক্টাল সংখ্যার ক্ষেত্রে যদি বিয়োজন বিয়োজ্য অপেক্ষা ছোট হয় তাহলে বিয়োজন এঁর সাথে যথাক্রমে ৮ ভিত্তি যোগ করতে হবে।
২। পরের ধাপে বিয়োজ্যের সাথে ক্যারি ১ যোগ করতে হবে।
হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ (Hexa Subtraction):
১। হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে যদি বিয়োজন বিয়োজ্য অপেক্ষা ছোট হয় তাহলে বিয়োজন এঁর সাথে যথাক্রমে ১৬ ভিত্তি যোগ করতে হবে।
২। পরের ধাপে বিয়োজ্যের সাথে ক্যারি ১ যোগ করতে হবে।
ICT অধ্যায় ভিত্তিক নোট ডাউনলোড করতে ক্লিক করো